মাগুরায় বন্দুকযুদ্ধে নিহত এক

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৯:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৫ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

1111_68222 জেলার মাগুরার সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থি নেতা দাউদ আলী ওরফে টাইগার দাউদ (৪৫) নিহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে ১টি কাটা রাইফেল, ১টি ওয়ান শ্যুটারগান, ১টি এয়ার রাইফেল, ১৭ রাউন্ড থ্রি নট থ্রি, ৩ রাউন্ড শর্টগান ও ১ রাউন্ড শ্যুটারগানের গুলি উদ্ধার করা হয়েছে।

এদিকে এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।বুধবার ভোরে সদর উপজেলার খালিমপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত টাইগার দাউদ সদর উপজেলার নন্দীপাড়া গ্রামের বাবর আলী বিশ্বাসের ছেলে।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে সদর উপজেলার রবইচারা গ্রাম থেকে দাউদ আলী ওরফে টাইগারকে আটক করা হয়।

পরে তার দেয়া তথ্যমতে, সদরের খালিমপুর গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে।

পরে গুলিবিদ্ধ অবস্থায় টাইগাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্য ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১টি কাটা রাইফেল, ১টি ওয়ান শ্যুটারগান, ১টি এয়ার রাইফেল, ১৭ রাউন্ড থ্রি নট থ্রি, ৩ রাউন্ড শর্টগান ও ১ রাউন্ড শ্যুটারগানের গুলি উদ্ধার করা হয়েছে।

টাইগার দাউদের নামে মাগুরার বিভিন্ন থানায় ৬টি হত্যা ও ২টি অস্ত্র আইনে মামলা রয়েছে। এ ছাড়া রাজবাড়ী ও ঝিনাইদহ জেলায়ও তার বিরুদ্ধে একাধিক রয়েছে, যাচায়-বাছাই করা হচ্ছে।

দাউদের লাশ মাগুরা সদর থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিক্ষণ/এডি/রাসেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G