বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
সুন্দরবন কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন দপদপিয়ার চর এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু আলামিন বাহিনীর প্রধান আলামিন (৪৫) নিহত হয়েছে।
এ সময় পুলিশের এক এসআই ও তিন কনস্টেবল আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সাতটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১৪১ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
নিহত আলামিনের বিরুদ্ধে অপহরণ, ডাকাতি ও হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত ম রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টা ২০ মিনিটে কয়রার আমাদী বাজার সংলগ্ন চাঁদআলী ব্রিজের টোল ঘরের সামনের রাস্তা থেকে আলামিন বাহিনীর প্রধান আলামিনকে গ্রেফতার করে কয়রা থানা পুলিশ।
জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ৯টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ সুন্দরবনের দপদপিয়ার চরে গেলে আগে থেকে অবস্থান নেওয়া বনদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।
ঘণ্টাব্যাপী ‘বন্দুকযুদ্ধের’ পর বনদস্যুরা পিছু হটলে ঘটনাস্থল থেকে আলামিনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে কাছের স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত্যু ঘোষণা করেন।
প্রতিক্ষণ/এডি/নাফিজ