বন্দুকহাতে ডাকাত, ব্যবসায়ী নির্বিকার! (ভিডিও)
প্রতিক্ষণ ডেস্কঃ
বন্দুকহাতে কোন ডাকাত বা ছিনতাইকারী দেখলে আমাদের অনুভূতি কি হবে? বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভয়ে ঘাবড়ে যাবো এবং তার কথামতো কাজ করবো। কিন্তু বিস্ময়করভাবে এক কাবাব বিক্রেতা একদম “অবহেলা” করলেন এক বন্দুকধারীকে। দেখালেন অদ্ভূত সাহসের পরিচয়।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে সাঈদ আহমেদ নামে এক ব্যাক্তি কাবাব বিক্রি করেন। তার দোকানের নাম ইজিপ্শিয়ান কাবাব হাউস। মুখোশ পরা ডাকাত যখন তার দোকানে ঢুকে বন্দুক উঁচিয়ে পয়সা দাবি করে তখন সাঈদ আহমেদ অপেক্ষমান একজন ক্রেতার জন্য খাবার প্যাকেটে ভরছিলেন। তিনি নির্বিকার মুখে ওই ক্রেতার হাতে খাবারের প্যাকেট তুলে দেন। ডাকাত তখনও অর্থের জন্য দাবি জানাচ্ছে।
সাঈদ আহমেদ বলেন, ‘লোকটি তার ব্যাগ থেকে বন্দুক বের করে আমার কাছে অর্থ দাবি করছিল। তিনি আরও বলেন, ‘আমি ব্যবসা করে খাই। আমার কাছে আমার খদ্দেরই আসল। আমার খদ্দের ফেলে আমি ডাকাতের দিকে মন দেই কি করে।’
তিনি জানান লোকটি বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। খদ্দের চলে গেলে তিনি রান্নাঘরের ভেতরে ঢুকে ফোনে পুলিশ ডাকেন।
‘লোকটি বোধহয় ঘাবড়ে গিয়েছিল – ভাবতেও পারেনি আমি তাকে পাত্তা দিচ্ছি না। কিছুক্ষণের জন্য আমি অবশ্যই ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল ও আমায় গুলি করতে পারে। কিন্তু ভাবলাম গুলি যদি করে, তো সেটা আমার নিয়তি। আসলে আমাকে অমন ঠাণ্ডা দেখে লোকটি এতই অবাক হয়েছিল যে সে হঠাৎ ছুটে পালায়।’
স্থানীয় পুলিশ ফেসবুকে গোটা ঘটনার সিসিটিভি ক্যামেরা ফুটেজ প্রকাশ করে যা ১লাখ ৭০ হাজার মানুষ দেখেছে। সাঈদ আহমেদ বলছেন ওই ক্যামেরা ফুটেজ দেখার পর তিনি রাতারাতি স্থানীয় লোকেদের কাছে সেলিব্রিটি বা নায়ক হয়ে উঠেছেন।
‘আমার মনে হয় না আমি খুব সাহসী মানুষ। আসলে ঘটনাটা আচমকা ঘটেছে আর কী হতে পারে তার গুরুত্বটা আমি বুঝে উঠতে পারি নি।’
তবে বন্দুকধারী এখনও ধরা পড়েনি।
দেখুন ভিডিও –
Armed-robber-ignored-by-New-Zealand-takeaway-boss-BBC-News
প্রতিক্ষণ/এডি/সাদিয়া