বন্দুক যুদ্ধে নিহত এক

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ৯:২০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৬ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

images14.thumbnailঝিনাইদহে সদর উপজেলার টুটলিয়া গ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’এ রফিকুল ইসলাম তারেক (৩১)নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে এ ‘বুন্দকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম তারেক সদর উপজেলার বিষয়খালী গ্রামের জলিল উদ্দিনের ছেলে। ঝিনাইদহ র‌্যাব-৬ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিয়াজ মো. ফয়সাল  জানান, সোমবার রাতে নিজ বাড়ি থেকে রফিকুলকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যমতে অস্ত্র উদ্ধারে টুটলিয়া গ্রামে গেলে তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালান। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় রফিকুল পালানোর চেষ্টা করলে মাঝখানে পরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

র‌্যাব আরো জানায়, এসময় ঘটনাস্থল থেকে দু’টি নাইন এমএম পিস্তল, একটি শ্যুটারগান, দু’টি দেশি পিস্তল, ছয়টি পেট্রোল বোমা ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G