বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

প্রকাশঃ মার্চ ১৯, ২০১৫ সময়ঃ ১২:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৮ অপরাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডট কম.

explorওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্কের ইতি টানছে বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান মাইক্রোসফট।

পরিবর্তে ‘স্পার্টান’ নামে নতুন একটি অপারেটিং সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

দ্য টেলিগ্রাফ-এর খবরে বলা হয়, চলতি বছরের শেষের দিকে নতুন ব্রাউজার স্পার্টানের উদ্বোধন করা হবে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির বিপণন প্রধান ক্রিস ক্যাপোসেলা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘উইন্ডোজ ১০ (অপারেটিং সিস্টেম)-এর জন্য আমাদের ব্রাউজারের নতুন ব্র্যান্ড কিংবা নতুন নাম কী হবে, তা নিয়ে গবেষণা করছি।’

একসময়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকা ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের ১০০ কোটির বেশি ব্যবহারকারী আছে। তবে মজিলা ফায়ারফক্স ও গুগল ক্রোম বাজারে আসার পর থেকে ইন্টারনেট এক্সপ্লোরারের ব্যবহারকারী কমেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন ব্রাউজার বাজারে আনছে মাইক্রোসফট।

প্রতিক্ষণ/এডি/রেজাউল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G