বন্যার পানিতে বগুড়ার আট গ্রাম প্লাবিত
জেলা প্রতিবেদক
বগুড়ায় যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় সারিয়াকান্দির তীরবর্তি এলাকার চন্দনবাশাইশা ইউনিয়নের ঘুঘুমারি, শেখপাড়া, কুতুবপুর ইউনিয়নের বয়রাকান্দি, ধলাকান্দি, কামালপুর ইউনিয়নের দড়িপাড়া, ইছামারি, রহদহ ও গোদাখালী এলাকার গ্রামগুলো প্লাবিত হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর আশ্রয় নিয়েছে পাঁচ শতাধিক মানুষ। এদিকে পানিবন্দি রয়েছে ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠান।
সারিয়াকান্দি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুল মোত্তালিব জানান, গত কয়েক দিন ধরে বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে যমুনার পানি অস্বাভাবিকভাবে বাড়ছে।
তিনি আরো জানান, শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন তিনি।
সারিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান জানান, ইতিমধ্যে ৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিবন্দি হয়ে পড়েছে। বিকল্প হিসেবে উচু স্থানে কোনোমতে শিক্ষা কার্যক্রম চলছে।
প্রতিক্ষণ/এডি/এমএস