বন্যা ও খরার ঝুঁকিতে শিশুরা : ইউনিসেফ
সোহেল রানা সবুজ
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সারা বিশ্বে পঞ্চাশ কোটিরও বেশি শিশু বন্যাপ্রবণ এলাকায় এবং ১৬ কোটিরও বেশি শিশু খরাপ্রবণ এলাকায় বসবাস করছে। সম্প্রতি জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ( ইউনিসেফ ) এর প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এমনি তথ্য। প্রতিবেদনটিতে আরোও বলা হয়
৫৩ কোটি শিশু বন্যাপ্রবণ এলাকায় বসবাস করে। এর মধ্যে ৩০ কোটি শিশু এমন দেশগুলোতে বাস করে, যেখানে অর্ধেকের বেশি মানুষ দরিদ্রতায় রয়েছে। ওই মানুষগুলোর আয় দৈনিক ৩.১০ মার্কিন ডলারের চেয়ে কম।
এ বিষয়ে, ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক বলেন, ‘এই বিপুল সংখ্যা এখনই কিছু করার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়’।
তিনি আরো বলেন,
‘জলবায়ু পরিবর্তনের জন্য এখনকার শিশুরা সবচেয়ে কম দায়ী, কিন্তু তারা এবং তাদের সন্তানেরা হলো এমন ব্যক্তি, যারা এর পরিণতির মধ্যে বাস করবে। বেশিরভাগ ক্ষেত্রে এ রকমটাই ঘটে, অনগ্রসর সম্প্রদায় সবচেয়ে বেশি গুরুতর হুমকির মুখোমুখি হয়’।
প্রতিবেদন অনুসারে, বন্যার অতিরিক্ত উচ্চ ঝুঁকির মধ্যে বসবাসরত শিশুদের বেশিরভাগই থাকে এশিয়ায়। অপরদিকে খরার ঝুঁকির মধ্যে থাকা শিশুদের অধিকাংশ অফ্রিকায় বাস করে। জলবায়ু পরিবর্তন বলতে বোঝায় বেশি বেশি খরা, বন্যা, তাপপ্রবাহ এবং আবহাওয়ার অন্যান্য বিরূপ পরিস্থিতি। এই ঘটনাগুলো মৃত্যু এবং ধ্বংসের কারণ হতে পারে ।
প্রতিক্ষণ/এডি/এস. আর. এস