বরগুনায় ট্রলারডুবি, ৫ লাশ উদ্ধার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৫ সময়ঃ ৩:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

trolarবরগুনার তালতলি ইউনিয়নের পায়রা নদীর মোহনায় প্রায় ২ শতাধিক যাত্রী নিয়ে কুয়াকাটা থেকে চলাভাঙ্গা দরবার শরীফের মাহফিলে যাওয়ার সময় একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৫ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে কোস্টগার্ড।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে পায়রা নদীর মোহনায় ট্রলারডুবির এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার তালতলী উপজেলার বিভিন্ন এলাকা থেকে তলাভাঙা দরবার শরিফের মাহফিলে যোগ দেয়ার উদ্দেশ্যে প্রায় ২ শতাধিক যাত্রী নিয়ে রওনা হয় ট্রলারটি।

পথিমধ্যে পায়রা নদীর মোহনায় নলবুনিয়ার চরের কাছে গেলে ট্রলারটি ডুবে যায়। এতে অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকেই নিখোঁজ রয়েছে।

সাঁতরে তীরে ওঠা যাত্রীরা জানান, ট্রলারটিতে অতিরিক্ত যাত্রী ওঠানো হয়েছে। পায়রা নদীর মোহনায় তালতলীর নলবুলিয়া এলাকায় আসায় পরে মুসল্লিরা নড়াচড়া করতে থাকলে হঠাৎ একদিকে হেলে ট্রলারটি ডুবে যায়।

কোস্ট গার্ড পাথর ঘাটা স্টেশন কমান্ডার কে এম রাহাতুজ্জামান জানান, এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটির ৫ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি রশি দিয়ে বেঁধে তীরে নিয়ে আসা হয়েছে। তাদের তিনটি টিম উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/রহমানি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G