বরগুনায় হিন্দুদের উপর হামলায় খালেদার নিন্দা

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৫ সময়ঃ ৫:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

khaleda22বরগুনার তালতলীতে ১৪টি হিন্দু পরিবারের ওপর নির্যাতন ও উচ্ছেদের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

উপজেলার চন্দনতলা গ্রামের ওই ঘটনায় তিনি উচ্চক্ষমতা সম্পন্ন বিচার বিভাগীয় ও আন্তর্জাতিক তদন্তের দাবি জানান।

বুধবার বিকেলে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বেগন জিয়া বলেন, ‘বরগুনা তালতলীর চন্দনতলা গ্রামের এ ঘৃণ্য ঘটনায় আমি প্রচণ্ড ক্ষুব্ধ।’

তিনি বলেন, ‘স্থানীয় সন্ত্রাসীরা বর্বরোচিত এ ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত ও তাদের রাজনৈতিক পরিচয় ইতোমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে। অবিলম্বে দোষী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

১৪ হিন্দু পরিবার উচ্ছেদের ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করার অসৎ উদ্দেশ্যে দেশীয় দু’একটি পত্র-পত্রিকায় এর সঙ্গে বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের স্থানীয় নেতাকর্মীরা জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে। ওই মিথ্যা সংবাদ পরিবেশনের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

খালেদা জানান, বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলটিকে দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে হেয় প্রতিপন্ন করতে বিকৃত অপপ্রচার চালানো হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/কামরান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G