বরফের হোটেল
প্রতিক্ষণ ডেস্ক:
ঘন তুষারে আবৃত ফিনল্যান্ডের সর্ব উত্তরের এলাকা ল্যাপল্যান্ড। প্রকৃতির এমন সাজের সঙ্গে মিলিয়ে এখান থেকে সাত কিলোমিটার দূরের একটি পাহাড়ে গড়ে তোলা হয়েছে সম্পূর্ণ বরফের তৈরী একটি হোটেল। লুভাত্তুমা নামের এই হোটেলটিকেই বলা হচ্ছে, বিশ্বের শীতলতম স্থাপনা।
আটশ ট্রাকভর্তি বরফ দ্বারা তৈরী এই হোটেলটি নির্মাণে সময় লেগেছে দুই মাস। এখানে রয়েছে ১২টি কক্ষ, অতিথিশালা, আর্ট গ্যালারী। এছাড়াও দেয়াল জুড়ে আঁকা জটিল ও নান্দনিক চিত্রকর্ম জোটেলটিকে করে তুলেছে আরোও আকর্ষণীয়।
হোটেলটি তৈরীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো বরফের দ্বারা ১০মিটার দীর্ঘ স্তম্ভ তৈরী করা। নির্মাতা প্রতিষ্ঠান ডেস্টিনেশন লেভির তরফ থেকে জানানো হয়, ৫০-১০০ মিটার দূরের ওনাসকি নদীর তীর থেকে বরফ এনে নির্মাণ করা হয়েছে হোটেলটি। মৌসুম শেষে এই বরফ গলে মিশে যাবে নদীতে।
বিয়ের সুব্যবস্থা রয়েছে এই বরফ হোটেলে। কর্তৃপক্ষের প্রত্যাশা এবারের শীত মৌসুমে এখানে প্রায় দেড় হাজার পর্যটকের সমাগম ঘটবে। আর গাঁটছড়া বাঁধবে ৪০-৬০টি জুটি।
বরফের হোটেলে থাকতে হলে প্রতিদিন গুণতে হবে কমপক্ষে ১০ হাজার টাকা আর হোটেলের স্যুটের জন্য ব্যয় হবে ৩০ হাজার টাকা।
প্রতিক্ষণ/এডি/এস.আর.এস