বরফ যুগের খোদাই পাথর

প্রকাশঃ নভেম্বর ২, ২০১৫ সময়ঃ ৪:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৭ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ice_age_stone_ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকেরা বরফ যুগের কিছু খোদাই করা পাথরের সন্ধান পেয়েছেন।

ধারণা করা হচ্ছে, চ্যানেল আইল্যান্ডসের জার্সি দ্বীপে পাওয়া এসব পাথর খণ্ড বরফ যুগের শেষ সময়কার। বিজ্ঞানীদের যে দলটি এই অভিযান পরিচালনা করছে, প্রাথমিক বিশ্লেষণের পর বলা হচ্ছে, পাথরের ওপর খোদাই কার যেসব চিহ্ন পাওয়া গেছে সেগুলো অন্তত ১৪ হাজার বছরের পুরনো।

বিজ্ঞানীরা বলছেন, প্রাচীনকালে লোকজন কিভাবে ঘরবাড়ি বানিয়ে বসবাস করতো এসব পাথর থেকে সেবিষয়ে একটা ধারণা পাওয়া যায়।

এসব পাথরে যেসব জিনিস খোদাই করা আছে তার সাথে জার্মানি ও ফ্রান্সে পাওয়া ওই একই সময়কার পাথর খণ্ডের মিল আছে।

চ্যানেল আইল্যান্ডসে উদ্ধার করা পাথরের গায়ে আড়াআড়িভাবে দাগ কাটা।

বিজ্ঞানীরা বলছেন, এসব পাথর খণ্ড থেকে যা ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত সেসব যদি সত্য হয়, তাহলে বলতে হবে বরফ গলে যাওয়ার পর তারাই প্রথম মানুষ যারা এতো উত্তরে এসে বসবাস করতে শুরু করে।

তাদের আগে ওই অঞ্চলে আর কেউ বসবাস করেনি। কৃষিকাজ শুরু হওয়ার আগে এই মানুষেরা বনে জঙ্গলে শিকার করে ও ফলমূল খেয়ে জীবন নির্বাহ করতো।

খোদাই করা এসব পাথরের ব্যাপারে বড়ো ধরনের কোনো মন্তব্য করার আগে প্রত্নতত্ত্ববিদরা এগুলো আরো ভালো করে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে চান।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G