বরিশালে মুক্তিযোদ্ধা পেটাল ছাত্রলীগ
ডেস্ক রিপোর্ট,প্রতিক্ষণ ডটকম
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ফুল দেয়াকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীরা মুক্তিযোদ্ধা এ এমজি কবীর ভুলু, আবদুল কাদের এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব এহসান রাব্বিকে আহত ও লাঞ্চিত করেছে। ঘটনার সময় আতংকে অন্যান্য মুক্তিযোদ্ধা এবং সংগঠকরা দৌড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নেন।
গতকাল শুক্রবার রাত বারোটার পর শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পুলিশ মিনিট কয়েক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুক্তিযোদ্ধা এ এমজি কবীর ভুলু জানান, নিয়মানুসারে সংসদ সদস্যরা প্রথমে, এরপর বিভাগীয় কমিশনার এবং তারপর মুক্তিযোদ্ধা সংসদ শহীদ মিনারে ফুল দিয়ে থাকে। শুক্রবারও রাত বারোটা এক মিনিটে সংসদ সদস্যরা ফুল দিতে শহীদ বেদিতে ওঠেন। এরপর শহীদ মিনারের মাইক্রোফোনে রাষ্ট্রের পক্ষে বরিশাল বিভাগীয় কমিশনারের নাম ঘোষণা করা হয়। তাদের পিছনে ছিলেন মুক্তিযোদ্ধারা।
কিন্তু এর মধ্যেই উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা শহীদ মিনার বেদীতে জোর করে উঠে যায়।
তিনি জানান, উপস্থিত সাংস্কৃতিক কর্মীদের ঘোষণা ভঙ্গ করে জোর করে শহীদ মিনার বেদীতে ওঠার ঘটনায় হৈ চৈ হয়। এক পর্যায়ে ফুল দেয়ার পর ছাত্রলীগ কর্মীরা সামনে থাকা মুক্তিযোদ্ধা ও সংগঠনের কর্মীদের ধাওয়া দেয়। এসময় তাদের হাতে কয়েকজন মুক্তিযোদ্ধা এবং কর্মী লাঞ্ছিত ও আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের কর্মীরা মুক্তিযোদ্ধাদের ধাওয়া দেয়। তারা এ সময় মুক্তিযোদ্ধা এ এমজি কবীর ভুলু, আবদুল কাদের এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব এহসান রাব্বীকে ধাওয়া দেয়। এরপর আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কোতয়ালি পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, বিশৃঙ্খলা দেখার কয়েক মিনিটের মধ্যে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
এই ঘটনায় সাংস্কুতিক সংগঠন সমন্বয় পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ নিন্দা জানিয়েছে।
প্রতিক্ষণ/এডি/রবি