বর্জন-সংস্কৃতি কাম্য নয় : সাঈদ খোকন

প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৫ সময়ঃ ৮:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

khokon-news-Thereport24মানুষ এখন আর রাজনৈতিক অস্থিরতা, প্রতিপক্ষকে ঘায়েল করতে নির্বাচন বয়কট রীতিতে বিশ্বাসী নয়, তারা নতুনের সন্ধানে সামনে এগিয়ে যেতে চায়।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজার আলাউদ্দিন রোডস্থ নিজ বাস ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী সাঈদ খোকন এসব কথা বলেন।

তিনি বলেন, এ নির্বাচনে নগরবাসীর মতের প্রতিফলন ঘটেছে। তারা সারাদিন উৎসবমুখর পরিবেশে স্বতস্ফূর্তভাবে ভোট প্রদান করেছে।

দু-একটি জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটলেও সার্বিক বিবেচনায় এ নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, জনগণের ভোটে মেয়র নির্বাচিত হলে আমি সর্বপ্রথম নগরের বিশিষ্টজনকে নিয়ে ‘ঢাকা ডায়ালগ’ এর আয়োজন করবো। যেখানে ঢাকাকে নতুনরূপে রূপদানের পরিকল্পনা থাকবে।

ঢাকাবাসীর সঙ্গে আমার পরিবারের রাজনীতির সম্পর্ক। এ সম্পর্ক টিকে রাখার জন্য নগরবাসী মর্যাদার স্বার্থে আমি নিজেকে উৎসর্গ করবো।

এ নির্বাচন ও নির্বাচনে মনোয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন সাঈদ খোকন। এ সয়ম স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G