বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশঃ জানুয়ারি ৪, ২০১৬ সময়ঃ ৩:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

satrolig_ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারা দেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন সংগঠনটির নেতাকর্মীরা।

আজ সোমবার, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলের নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এতে অংশ নেয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। পরে সকাল ৮টা ১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটা হয়। এছাড়া সারাদেশে সংঘঠনটির নেতাকর্মীরা বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালন করছে দিনটি।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও মহল্লা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শিক্ষা, প্রশিক্ষণ ও সামাজিক দায়বদ্ধতা থেকে সেবার ব্রত নিয়ে এগোনোর প্রত্যয়ে এ বছর ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দলটি।

বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবুর রহমানের প্রেরণা ও পৃষ্ঠপোষকতায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জন্ম নেয় বাংলাদেশ ছাত্রলীগ। ’৫২-এর ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালের আইয়ুব খানবিরোধী আন্দোলন, ’৬২ সালের শিক্ষা আন্দোলনে ছাত্রলীগ গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে।

উল্লেখ্য, গতকাল রাতে ভূমিকম্পে সিলেটে ক্ষয়ক্ষতির কারণে জেলাটিতে ছাত্রলীগের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G