বর্ধমান বিস্ফোরণে ৪ জেএমবিসহ ২১ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৫ সময়ঃ ৫:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৫ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

bombঢাকা: ভারতের কলকাতার বর্ধমান বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যসহ ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ভারতীয় পুলিশ। 

সোমবার (৩০ মার্চ) কলকাতার একটি বিশেষ আদালতে এ চার্জশিট পেশ করা হয়। এতে বলা হয় জঙ্গীরা বাংলাদেশের বর্তমান সরকারকে উৎখাতের মাধ্যমে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চেয়েছিল।  

ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ) এর এক কর্মকর্তা জানিয়েছেন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা, ষড়যন্ত্র, জঙ্গি অর্থায়ন, নিয়োগ,  প্রশিক্ষণ, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকদ্রব্য সংরক্ষণ ও জালিয়াতির মতো অপরাধে জড়িত থাকার সন্দেহে তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।  

এনআইএ মনে করে, পুরো রাজ্যজুড়ে বিশেষ করে মুর্শিদাবাদ, নদীয়া, মালদা, বিরভূম, বর্ধমান প্রভৃতি শহরে জঙ্গিগোষ্ঠী ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

গত বছরের ২ অক্টোবর কলকাতার বর্ধমানের খাগড়াগড়ে একটি দোতলা বাড়িতে বোমা বিস্ফোরণে দু’জনের মৃত্যু হয়। ঘটনার তদেেন্ত জানা যায়, সেখানে শক্ত ঘাঁটি স্থাপন করেছিল জেএমবি। এ ঘটনায় জড়িত অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করে এনআইএ।
নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে সন্ত্রাসীরা বাংলাদেশে ঢুকে পড়েছে বলে তখন দাবি এনআইএ। সেজন্য এনআইএ’র একটি টিম তদন্ত করতে গত বছর বাংলাদেশে এসেছিল।

প্রতিক্ষণ/এডি/তপু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G