বহুতল বাড়ি বেচে থাকেন জাহাজে

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ১১:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

full_1159844271_1423545189শখ তার জাহাজে চড়ার।তাই নিজের একমাত্র বাড়ি বিক্রি করে দিয়ে সাত বছর ধরে একটি বিলাসবহুল জাহাজে বসবাস করছেন এক নারী। ওই জাহজে নাওয়া খাওয়া সব চলছে তার।তিনি মামা লি।

থাকেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।আর যে প্রমোদ তরীতে পৃথিবী্ ঘুরে বেড়ান তা হল ক্রিস্টাল সিরিনিটি নামে অত্যাধুনিক একটি জাহাজ। তিনি এ পর্যন্ত ১৫ বার পৃথিবী ঘুরেছেন ওই জাহাজে করে।

সাত বছরে জাহাজটি মোট ২০০ বার প্রমোদ বিহারের মাধ্যমে এ ভ্রমন সম্পন্ন করে, আর এ পুরো সময় মামা লি জাহাজে ভেসে ভেসে সমুদ্রেই কাটিয়ে দিয়েছেন।

ফ্লোরিডায় বিরাট এলাকা নিয়ে  মামা লির ছিল ৫ বেডরুমের একটি বাড়ি। ১৯৯৭ সালে ক্যান্সারে মারা যায় লি’র স্বামী। তারপর স্বামীর রেখে যাওয়া বাড়িটি বিক্রি করে দিয়ে বিলাসবহুল এ প্রমোদ তরীতে নিজের ঠিকানা গড়েন।

এ জাহাজই এখন তার বাড়ি, জাহাজই তার আনন্দ বেদনা। আর জাহাজটির জগত হল  পৃথিবীর সমুদ্র চিরে ভেসে চলা দারুচিনি দ্বীপের পথে।

এই সাত বছরে জাহাজের সব নাবিক, স্টাফ তার অতি পরিচিত হয়ে গেছে এখন। তারাই তার আপনজন। তাদের সাথেই হেসে খেলে আর গল্পে কাটে তার সময়। তীরে আসার কথা আর ভাবেন না কখনো। বয়সের ঝুলিটাও অনেক ভারী হয়ে গেছে তার।

৮৬ বছরের লি জানান, স্বামীর সাথে ৫০ বছরের বিবাহিত জীবন কাটিয়েছেন তিনি। তারা দুজনে মিলে বহু বছর এক সাথে সমুদ্রে কাটিয়েছেন। সুযোগ পেলেই সমুদ্র ভ্রমনে বের হতেন। দিনের পর দিন দুজনে মিলে জাহাজে বাস করেছেন। তার স্বামী মারা যাবার আগের দিনও তাকে বলে গেছেন তিনি যেন তার সমুদ্র বিহার বন্ধ না করেন।

স্বামীর প্রেরণাতেই যে লী এভাবে জাহাজে ঠিকানা খুঁজে নিয়েছেন তা কিন্তু নয়। লির মতে, এটা তার কাছে রূপকথার মত স্বপ্নময়।

প্রতিক্ষণ/এডি/ইফতেখার রাজু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G