বাঁশের তৈরি স্মার্টফোন
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
প্রথমবারের মতো বাঁশের তৈরি স্মার্টফোন নিয়ে এলো চীনের মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান শাওমি। তবে ভিতরের যন্ত্রপাতি নয়, শুধুমাত্র ফোনটির কেসিংয়ে ধাতব পদার্থের পরিবর্তে বাঁশ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর নাম রাখা হয়েছে, ‘মি নোট ন্যাচারাল ব্যাম্বু এডিশন’।
‘মি.নোট’-এ রয়েছে স্ন্যাপ ড্রাগন কোয়ার্ড কোর প্রসেসর। ফোর জি সাপোর্ট করা এই ‘মি.নোট’-এর ডিসপ্লে হচ্ছে ৫.৭ ইঞ্চি। ডিসপ্লেতে ৩৮৬ ঘনত্বের পিক্সেল আছে। যার ফলে স্ক্রিন থাকবে খুবই ঝকঝকে।
৩ জিবি র্যাম সম্বলিত এই ‘মি.নোট’-এ অ্যানড্রয়েড কিটক্যাট ৪.৪.৪ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ১৩ মেগাপিক্সেলের শক্তিশালী ব্যাক সাইড ক্যামেরা শাওমি’র এই ফোনটিকে দিয়েছে আলাদা সেলফি তোলার জন্য এটিতে আছে ৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
এই মাসের ২৪ তারিখেই চীনের বাজারে আসবে মোবাইল ফোনটি। বাংলাদেশী টাকায় শাওমি’র ‘মি.নোট’-এর বাজারদর হবে ২৮ হাজার ৭৬৫ টাকা।
প্রতিক্ষণ/এডি/পাভেল