বাংলাদেশিসহ ৫ আইএস সন্দেহভাজন গ্রেপ্তার

প্রকাশঃ ডিসেম্বর ৬, ২০১৫ সময়ঃ ৯:৩৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Hayat Boumeddiene 'appears in Islamic State film' - 06 Feb 2015মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে মালয়েশিয়ায় এক বাংলাদেশিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার মালয়েশিয়ার পুলিশ বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। গত ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে মালয়েশিয়ার একজন ও চারজন বিদেশি নাগরিক রয়েছেন। এদের মধ্যে ৪৪ বছর বয়সী একজন ইউরোপীয় রয়েছেন। তিনি পেনাং প্রদেশে অস্থায়ী শিক্ষক হিসেবে কাজ করছিলেন। তার সঙ্গে আল-কায়েদার সম্পর্ক আছে।

তিনি আরও বলেন, বাকিদের মধ্যে ৩১ বছর বয়সী একজন ইন্দোনেশীয় পুরুষ, একজন মালয়েশীয় ও একজন বাংলাদেশি আইএসের একটি সেলের সঙ্গে জড়িত। এরা বিদেশে জঙ্গি কার্যক্রমে অংশ নিতে স্বেচ্ছাসেবক সংগ্রহের দায়িত্বে ছিলেন। মালয়েশিয়ায় তাদের যে সেল ছিল সেখানে নেতৃত্বে ছিলেন ইন্দোনেশিয়ার ঐ আটককৃত ব্যক্তি। তিনি ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে আইএস নেতা আবু বকর আল বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করছিলেন।

আবু বকর বলেন, মালয়েশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশ থেকে সিরিয়াভিত্তিক আইএসের জন্য ঐ ইন্দোনেশীয় ও মালয়েশীয় দুজনে মিলে সদস্য সংগ্রহের কাজ করতেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G