বাংলাদেশের রাজনীতিবিদদের কিছু উক্তি

প্রকাশঃ আগস্ট ১৮, ২০১৫ সময়ঃ ৬:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

উক্তিবাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে অনেক মজার ঘটনা ও কথা প্রচলিত রয়েছে। আবার তারা নিজেরাও অনেক মজার মজার কথা বলেন। আজ প্রতিক্ষণের পাঠকদের জন্য বাংলাদেশের রাজনীতিবিদদের এমনই কিছু মজার উক্তি থাকছে

১. দেশের পরিস্থিতি যে কোন সময়ের চেয়ে ভালো- সাহারা খাতুন
২. বেশী করে আলু খান, ভাতের উপর চাপ কমান -মইন ইউ আহমেদ
৩. শেয়ার মার্কেটে কোন ইনভেস্টর নাই, সব জুয়াড়ি-আবুল মাল আব্দুল মুহিত
৪. আপনারা কম খান কোন সমস্যা থাকবেনা -ফারুক খান
৫. একদিন বাজারে না গেলেই সব ঠিক হয়ে যাবে-আবুল মাল আব্দুল মুহিত
৬. দূর্ঘটনার জন্য চালকরা দায়ী নন । -শাজাহান খান
৭. সড়কে ঝুঁকি নেই সেটা আমি বলবো না, তবে কোনো সড়কই চলার অনুপযোগী অবস্থায় নেই – আবুল হোসেন
৮. জিয়া মুক্তিযুদ্ধ করলেও মন থেকে করেননি- মতিয়া চৌধুরী
৯. পেঁয়াজ না খেলে কি হয়? -ফারুক খান
১০. আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল দেশে শান্তি থাকে। আর এখন কৃষক কে আর সার খুজতে হয়না, সার ই কৃষক কে খুজে -স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
১১. আপনাদের ড্রাইভারের দোষ ছিল , সে ওভারটেক করতে গিয়েছিল -আবুল হাসান
১২. আমার বেয়াই রাজাকার হলেও যুদ্ধাপরাধী নয়–শেখ হাসিনা
১৩. বঙ্গবন্ধু জন্মের সাথে সাথেই না কেদেঁ জয়বাংলা বলে উঠেছেন–স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকু
১৪. যাদের চেহারা সুরত ভালো না, তারাই বোরখা পড়ে- সাবেক প্রতিমন্ত্রী লতিফ সিদ্দিকী
১৫. শেখ হাসিনা ছাড়া সৌদি বাদশা আর কারো সাথে দেখা করেননি কোনোদিনও–পররাষ্ট্রমন্ত্রী দিপুমনি
১৬. আমার নেত্রী জীবনে কখনো কোনদিন মিথ্যা কথা বলেননি।-জিল্লুর রহমান
১৭. ভারতকে ট্রানজিটের বিনিময়ে ফি নয়, একটা কিছু নিবো—–অর্থমন্ত্রী মুহিত
১৮. ধর্ম একটি নেশা, যেমন তামাক-মদ যেমন নেশার সৃষ্টি করে, ধর্ম তেমনি এক ধরনের নেশার সৃষ্টি করে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী
১৯. সরকার আমাকে ক্ষমতা দিয়েছে, আমার ক্ষমতা কেউ কমাতে পারবেনা—–লোটাস কামাল
২০. শামীম ওসমান ভালো অভিনেতা, তিনি মিথ্যাকে সুন্দর ভাবে সত্যে পরিণত করেন–অভিনেত্রী সারাহ কবরী, এমপি
২১. কবির চৌধুরী যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধা হলে আমরাও মুক্তিযোদ্ধা–জামায়াত নেতা আজহার
২২. বিমান মন্ত্রনালয় চলছে সতীনের সংসারের মতো-কর্নেল অলি
২৩. এরশাদ একটি মরা ঘোড়া–আওয়ামী লীগ নেতা আবু সাইদ
২৪. প্রশাসন কাদঁছে, আমরা দেখছি–মাহমুদুর রহমান মান্না
২৫. সারাদিন মেকাপ নিয়ে ব্যস্ত থাকলে দিন বদল দেখবে কেমনে–মতিয়া চৌধুরী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন তিনি
২৬. গার্মেন্টস এর পানি রাস্তায় ছেড়ে দেয় বলে রাস্তার এ বেহাল দশা- আবুল হোসেন
২৭. জীবনে যতবার এরশাদ এরশাদ করেছি, ততবার আল্লাহকে ডাকলেও এতদিনে আল্লাহর আউলিয়া হয়ে যেতাম — আনোয়ার হোসেন মন্ঞ্জু(জাপা)।
২৮. আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে– সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী
২৯. উই আর লুকিং ফর শত্রুজ”– সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর
৩০. স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, কিছু হরতাল সমর্থক ভবনটির ফাটল ধরা দেয়ালের বিভিন্ন স্তম্ভ এবং গেট ধরে নাড়াচাড়া করেছে বলে তিনি জানতে পেরেছেন

প্রতিক্ষণ/এডি/এমএস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G