বাংলাদেশ ভারতের দালাল নয়

প্রকাশঃ জুন ১২, ২০১৫ সময়ঃ ৪:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Amu20150325175332শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,‘ভারতের সঙ্গে আওয়ামীলীগের সম্পর্ক দালালির নয়, বন্ধুত্বের। শুক্রবার ঝালকাঠি সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

আমু বলেন, ‘নরেন্দ্র মোদি যখন ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তখন যারা অনেক কিছু পাওয়ার আশা করেছিলেন তারাই মোদির বাংলাদেশে সফরকালে গলায় আঁচল দিয়ে তার সঙ্গে দেখা এবং বর্তমান সরকার সম্পর্কে অভিযোগ করে। অথচ তারা আমাদের আরেক অকৃত্রিম বন্ধু ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে দেখাও করতে যাননি।

উল্লেখ্য, ৯ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে আ. রশীদ হাওলাদার ও ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানকে যথাক্রমে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং লিয়াকত আলী তালুকদার ও মাহবুব হোসেনকে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G