জমি নিয়ে বিরোধের জের ধরে বাংলাদেশ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ । সেই সাথে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও কমছে।
খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) অধীনে ঢাকার ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল, বাংলাদেশ ডেন্টাল কলেজ এবং উত্তরায় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালিত হয়।
যাঁরা বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য, তাঁরা ও তাঁদের অবর্তমানে তাঁদের সন্তানেরা বিএমএসআরআইয়ের সদস্য। আর তাঁরাই মেডিকেল কলেজ ও হাসপাতালের দৈনন্দিন কাজকর্ম দেখভাল করতেন।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দেশে গভর্নিং বডি পুনর্গঠন করা হয়। পাশাপাশি মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়-ব্যয়ের হিসাব আলাদা করার নির্দেশ দেওয়া হয়। মেডিকেল কলেজের যে আয়, তা তোলার ক্ষমতা এখন শুধু গভর্নিং বডির চেয়ারম্যান ও কলেজের অধ্যক্ষের।
এ ছাড়া গভর্নিং বডি হাসপাতালের নামে কেনা জমি, যার ওপর কলেজ গড়ে উঠেছে, সেই জমি কলেজের নামে স্থানান্তরের নির্দেশ দেয়। ক্ষমতা খর্ব হওয়ায় বিএমএসআরআই রুষ্ট হয়। সেই থেকে সৃষ্টি হয় অচলাবস্থা।
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আবদুর রব সর্দার জানান মেডিকেল কলেজ বন্ধ রয়েছে। রোগীর সংখ্যাও কম। সাধারণত অন্তর্বিভাগে কমপক্ষে আড়াই শ রোগী ভর্তি থাকলেও গতকাল মঙ্গলবার ভর্তি ছিলেন ৮৯ জন।
প্রতিক্ষণ/এডি/কমল
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম: