শেখ রাসেল রাগবি ফেস্টিভ্যাল

প্রথম প্রকাশঃ অক্টোবর ২০, ২০২২ সময়ঃ ৬:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০১ অপরাহ্ণ

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজনে আগামী ২২ অক্টোবর শনিবার শুরু হচ্ছে পল্টন ময়দান মাঠে “শেখ রাসেল দিবস উপলক্ষ্যে শেখ রাসেল কিডস রাগবি ফেস্টিভ্যাল-২০২২। ১০টি কিডস দল নিয়ে গ্রুপ পদ্বতিতে অনুষ্ঠিত হবে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সকাল ১০ ঘটিকার সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে সেন্ট গ্রেগরী স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল ব্রাদার লিওনার্ড চন্দন রোজারিও সিএসসি ও সমাপনী ও সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানে দুপুর ১২.৩০ ঘটিকার সময় উপস্থিত থাকবে সানিডেল স্কুলের চেয়ারম্যান ডঃ তানভীর আহমেদ খান। এছাড়া আরো উপস্থিত থাকবেন ফেডারেশনের সাধারন সম্পাদক মৌসুম আলী,যুগ্ন-স¤পাদক সাঈদ আহমেদ, সদস্য মোঃ সিরাজুল মিসলাম ও সস্পদক মোঃ সোরওয়ার রকিব সহ প্রমুখ।

দলগুলোর নাম : গ্রেগরী-ক, গ্রেগরী-খ, সানিডেল –ক, সানিডেল-খ, গ্রেগরীয়ানস, জাগোয়ারস, আজাদ স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া ক্লাব, ফরাশগঞ্জ ক্লাব ,গুলশান নিকেতন ।

সূত্র : রাগবি ফেডারেশন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G