বাংলাদেশ সিরিজ থেকে জাজেদা বাদ

প্রথম প্রকাশঃ নভেম্বর ২৩, ২০২২ সময়ঃ ৮:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৪ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বাংলাদেশে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে থাকবেন না। কারণ সেপ্টেম্বরে তার হাঁটুর অস্ত্রোপচার থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, মিরপুরে ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের জন্য জাদেজার বদলি হিসেবে বেঙ্গল অলরাউন্ডার শাহবাজ আহমেদকে নামানো হতে পারে।

শাহবাজ সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম ওয়ানডেতে তার আন্তর্জাতিক অভিষেক করেছেন। বর্তমানে নিউজিল্যান্ডে তিন ম্যাচের সিরিজের জন্য ভারতের ওয়ানডে দলেও আছেন। তিনি চলমান বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ৫১.২ ওভার বল করে ৪.৪৭ ইকোনমিতে ছয় ম্যাচে ১১ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে দুই হাফ সেঞ্চুরিও করেছেন লোয়ার ডাউন অর্ডারে।

স্কোয়াড ঘোষণার সময় প্রধান নির্বাচক চেতন শর্মা নিশ্চিত করেছেন, জাদেজার বাদ পড়ার বিষয়ে ফিটনেসের বিষয় ছিল। পরবর্তী দুই টেস্টের সিরিজের জন্য যদি তিনি প্রস্তুত না হন, তাহলে সম্ভবত উত্তর প্রদেশের বাঁহাতি স্পিনার সৌরভ কুমারকে সফর দলে অন্তর্ভুক্ত করা হতে পারে।

সূত্র :ইএসপিএনক্রিকইনফো

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G