বাংলায় নতুন ফন্ট “আবির্ভাব”
নিজস্ব প্রতিবেদক
মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলাভাষা! একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।
ভার্চুয়াল জগতেও বাংলা ভাষা নিয়ে কাজ করছে আমাদের বাঙ্গালীদের একটি অংশ। ভার্চুয়াল জগতে বাংলা ব্যবহার বেড়ে চলছে প্রতিনিয়ত। নতুন নতুন বাংলা ফন্ট আবিষ্কার হচ্ছে।
সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির মাল্টিমিডিয়া এন্ড ক্রিয়েটিভ টেকনোলজি এর চতুর্থ সেমিস্টারের ছাত্র তৌহিদুল ইসলাম হিমেল বাংলায় একটি নতুন ফন্ট আবিষ্কার করেছেন। যা বাংলা ভাষাকে আরও সুন্দর ভাবে উপস্থাপনে অনেক ভুমিকা রাখবে বলে আশা করছেন এই ক্ষুদে উদ্ভাবক।নতুন এই ফন্টের নাম ‘আবির্ভাব’ ।
পরীক্ষামূলক এই ফন্ট ইতিমধ্যে ভার্চুয়াল জগতে ব্যাপক সাড়া ফেলেছে। তবে ফন্ট এর সকল সমস্যা চিহ্নিত করে তা সংস্করণ করা হচ্ছে বলে জানিয়েছেন হিমেল।
তিনি বলেন, অনেকেই আমাকে ‘ফন্ট আবির্ভাব’ এর ইউনিকোড এর ভার্সন চাচ্ছে। আর কিছু যুক্ত ফন্ট এ সমস্যা করছে তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
হিমেল বলেন, আশা করছি ডিসেম্বরের পুর্বেই ‘ফন্ট আবির্ভাব’ এর সকল সমস্যা সমাধান করে ব্যবহারের উপযোগী করা হবে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে কয়েকটি কোম্পানি ‘ফন্ট আবির্ভাব’ ব্যবহার করে তাদের ঈদের বিজ্ঞাপন তৈরি করেছেন।
ময়মনসিংহের ছেলে হিমেলের পিতা শাহেদ আলী ও মাতা রেহেনা বেগম। নিজের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাকে বিশ্বের বুকে আরও সুন্দর ভাবে উপস্থাপন ও ভার্চুয়াল জগতে আরও নতুন নতুন ফন্ট যোগ করতে চান।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
প্রতিক্ষণ/এডি/এনজে