বাগেরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৬ সময়ঃ ১:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৭ অপরাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি

a1d2e880বাগেরহাটে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৬ শুরু হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম এই মেলার উদ্বোধন করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জ্ঞান ভিত্তিক উদ্ভাবনী উপকরন, ব্যাংক, বীমা, পাসপোর্ট, ভূমি, প্রাণী সম্পদসহ বিভিন্ন দপ্তরের ৪০টি স্টল অংশ নেয়।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষাথী, সুশীল সমাজের প্রতিনিধি, জিও-এনজিও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়। এর আগে শহরে একটি র‌্যালী বের করা হয়।

f601079

এতে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সফিকুল ইসলামের সভাপতিত্তে এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমিনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম টুকু, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

 

 

প্রতিক্ষণ/ এডি/ এল জেড

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G