বাগেরহাটে দু`গ্রুপের সংঘর্ষে যুবক নিহত
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ব্যাডমিন্টন খেলা ও পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রুবেল কাজী (২৮) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় কাজী শাহ আলম নামের আরো একজন আহত হয়েছে।
শনিবার রাত ৮ টার দিকে উপজেলার মোল্লারকুল গ্রামে এ ঘটনা ঘটে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এদিন রাতে র্যাকেট খেলা (ব্যাডমিন্টন) কে কেন্দ্র করে দুই দল যুবকের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ও পূর্ব থেকে আধিপত্য বিস্তার নিয়ে মোল্লাহাটের খাকীপাড়া এলাকার শাহজাহান খাকী গ্রুপ ও নায়েক কাজী গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের একপর্যায়ে উভয় গ্রুপ বন্দুক নিয়ে গুলিবর্ষণ শুরু করে। এতে নায়েক কাজীর ছেলে রুবেল কাজী গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মোল্লাহাট থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ রুবেলের মরদেহ উদ্ধার করে মোল্লাহাট থানায় নিয়ে গেছে বলে ওসি জানান।
প্রতিক্ষণ /এডি/সামছুর