বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী উচ্চশিক্ষার ব্যবস্থাসহ ৪ দফা দাবিতে বাগেরহাটে আন্দোলনরত ম্যাটস শিক্ষার্থীরা বাগেরহাট-খুলনা মহাসড়কের বাসস্ট্যান্ডের মোড় অবরোধ করলে পুলিশের লাঠিচার্জে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে (বিডিএমএসএ) পৌনে ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত বাগেরহাট মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউটের (ম্যাটস্) শিক্ষার্থীরা বাগেরহাট-বরিশাল মহাসড়কের দড়াটানা সেতুর কাছে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। প্রায় এক ঘণ্টা রাস্তার উপর বসে তারা বিক্ষোভ করতে থাকেন। এসময় রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ সেখানে এসে লাঠিচার্জ করে আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়।
এ সময়ে পুলিশ কয়েক শিক্ষার্থীকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়। আহতদের মধ্যে শাহাব, সাগর, রাহাত, জায়ের, তমা ও শামিমাসহ অর্ধশতাধিক শিক্ষার্থীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট ম্যাটস-এর সভাপতি মো. গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক মো. ইয়ার মাহমুদ বলেন, দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আমরা বিক্ষোভ মিছিল করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করি। পরে আমরা দড়াটানা ব্রিজের সামনে সড়কে অবস্থান করলে পুলিশ আমাদের ওপর চাড়াও হয়। এ সময় পুলিশের লাঠিচার্জে আমাদের অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে।
লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, এখানকার ম্যাটসের শিক্ষার্থীরা যে চার দফা দাবি আদায়ের আন্দোলনে নেমেছে তা বাস্তবায়নের দায়িত্ব সরকারের। তারা খুলনা-বরিশাল সড়কের উপর বসে থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। আমি সেখানে গিয়ে তাদের বুঝিয়ে শান্ত করি। শিক্ষার্থীরা রাস্তার উপর থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীরা প্রচণ্ড দাবদাহে অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেন পুলিশ সুপার।
ম্যাটস-এর দাবিগুলোর মধ্যে রয়েছে উচ্চশিক্ষার ব্যবস্থা, মেডিকেল অ্যাডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে ১০ম গ্রেডে নিয়োগ ও বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ম্যাটস থেকে পাসকৃত ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি ও বাস্তবায়ন করাসহ ইন্টার্নশিপে ভাতা প্রদানের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে।
প্রতিক্ষণ/এডি/সাই