বাঘের ম্যুরাল ভেঙে নিহত ১

প্রকাশঃ আগস্ট ২১, ২০১৫ সময়ঃ ১১:৩৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

tiger_muralরাজধানীর কারওয়ান বাজারে স্থাপিত বাঘের ম্যুরালটি ভেঙে পড়ে এক ভ্যানগাড়ি চালক (৪০) নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় পুলিশ জানাতে পারেনি ।শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, শুক্রবার ভোর ৪টার দিকে বাঘের ভাস্কর্যটি ভিত্তি থেকে খুলে গিয়ে কাত হয়ে পড়ে। এ সময় পাশে থাকা এক ভ্যানচালক ওই বাঘের নিচে চাপা পড়েন।

ভাস্কর্যের নিচ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিস কর্মীরা। হাসপাতালের চিকিৎসক ভ্যান চালককে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃষ্টির কারণে ওই ব্যক্তি ম্যুরালের নিচে ঘুমিয়ে ছিলেন। ম্যুরালটি ভেঙে পড়লে তিনি তার নিচে চাপা পড়েন। ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

কলাবাগান থানার ওসি ইকবাল হোসেন বলেন, ভ্যানগাড়িটি বাঘের ভাস্কর্যের পাশে ছিল। তবে ওই ব্যক্তি ঘুমিয়ে ছিলেন, না বৃষ্টির কারণে দাঁড়িয়ে ছিলেন নিশ্চিত নয়।

লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G