বাচ্চাকে বাঁচানোর জন্য ইঁদুর-সাপের লড়াই
তারিক হাসানঃ
নিজের সন্তানের জন্য মা যেকোনো সমস্যার সম্মুখীন হতে পারে সেই কথা আমাদের কাছে অজানা নয়৷ সন্তানের জন্য মায়ের এই মমতা শুধুমাত্র যে মানুষের মধ্যে রয়েছে তা কিন্তু নয় পশুদের মধ্যেও এই মমতা দেখা যায়৷ তার প্রমাণ, ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিও৷ এই ভিডিওতে দেখা যায়, একটা ইঁদুর তার বাচ্চাকে সাপের হাত থেকে রক্ষা করছে৷
ইঁদুরের বাচ্চাটিকে মুখে নিয়ে পালানোর সময় ইঁদুরটি সাপটির ওপর আক্রমণ করে৷ দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত সাপটি হার মেনে বাচ্চাটিকে ছেড়ে পালিয়ে যায়৷ ইঁদুরের এই সাহসী ভিডিওটি এখনও পর্যন্ত হাজার হাজার লোকে শেয়ার করেছে৷