বাজারে আসছে অ্যাপল ওয়াচ এবং আইপ্যাড
প্রতিক্ষণ ডেস্ক
মার্চে ‘আইফোন ৫এসই’ বাজারে আসছে, এটা পুরনো খবর । তবে সেই সাথে নতুন অ্যাপল ওয়াচ এবং আইপ্যাডও আসছে এটা এখন নতুন খবর। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ চ্যানেল এনডিটিভির অনলাইন সংস্করণ।
‘৯টু৫ ম্যাক’ ওয়েবসাইটের প্রতিবেদক মার্ক গারম্যান জানিয়েছেন, মার্চে ‘আইফোন ৫এসই’ এর পাশাপাশি উম্মুক্ত করা হবে ‘অ্যাপল ওয়াচ ২’ ও ‘আইপ্যাড এয়ার ৩’।
নতুন অ্যাপল ওয়াচের ডিজাইন এবং হার্ডওয়্যারে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। যোগ হচ্ছে ফেস টাইম ক্যামেরা, উন্নত প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি।
এ ছাড়া ওয়াচ অপারেটিং সিস্টেম ২.২-এর সফটওয়্যারের আপডেট ছাড়া হতে পারে মার্চে। কিছুদিন আগে ডেভেলপারদের জন্য এটি উম্মুক্ত করা হয়েছে।
মার্চ-এপ্রিল এর মধ্যে ছাড়া হতে পারে নতুন আইপ্যাড এয়ার ৩। ২০১৪ সালে ১০ ইঞ্চি স্ক্রিনের ‘আইপ্যাড এয়ার ২’ বাজারে ছাড়া হয়েছিল। গত বছর ১২ ইঞ্চি ‘আইপ্যাড প্রো’ ট্যাবলেট বাজারে এনেছিল অ্যাপল।
‘আইপ্যাড এয়ার ৩’-এর কারিগরি দিক সম্পর্কে এখনো স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে আগের আইপ্যাডগুলোর মতোই এতে এ৯এক্স এসওসি থাকবে। ২ জিবি র্যামের সাথে ক্যামেরাতে কিছু উন্নতি সাধন হতে পারে।
প্রতিক্ষণ/এডি/ এল জেড