বাজারে আসছে প্লাস্টিকের চাল ! (ভিডিও)
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
বাজারে নকল ডিম নিয়ে কিছু দিন যাবত চলছিলো হৈ চৈ। মানুষের মধ্যে এ নকল ডিম নিয়ে শঙ্কা,বিভ্রান্তির ফয়সালা হতে না হতেই এবার নতুন আতঙ্ক হয়ে এলো নকল চাল! এই নকল চাল প্লাষ্টিক থেকে তৈরি। প্লাস্টিকের তৈরি এই চাল দেখতে হুবহু আসল চালের মতোই।
অভিযোগে জানা যায়, সম্প্রতি ভারতের কেরালায় এমন নকল চাল প্রথমে নজরে আসে। তখনই খোঁজ নিয়ে জানা যায়,চীন থেকে এই নকল চালের ব্যাপক আমদানি হচ্ছে। প্লাস্টিকের সঙ্গে আলু ও মিষ্টি আলু মিশিয়ে তৈরি হচ্ছে এই নকল চাল।সিঙ্গাপুর,ইন্দোনেশিয়া ও ভিয়েতনামেও যাচ্ছে এই চাল।
বাংলাদেশের বাজারে যে নেই এই নকল চাল তা কি কেহ বলতে পারে! অভিযোগ উঠেছে,নকল ডিমের মতোই নকল প্লাস্টিকের চালে এশিয়ার বাজার ধরে নিতে যাচ্ছে চীন।
যারা চালের কারবারি,দিনরাত চাল নিয়ে ঘাঁটাঘাঁটি করেন, তারাও ধরতে পারছেন না চীনের এই চালাকি।
রান্নার আগে আপনি কোন ভাবেই বুঝতে পারবেন না,সেটা প্লাস্টিকের কিনা। রান্না করার পর বুঝবেন, ভাতটা মনমতো হয়নি।
এদিকে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাবধান করে জানিয়েছেন, এই প্লাস্টিকের চাল শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। যদি কেহ নিয়মিত এ চাল খায় তা হলে মৃত্যুও হতে পারে।
https://youtu.be/kDZHawR3bnw
প্রতিক্ষণ/এডি/জুয়েল