বাজারে আসছে সেলফি আয়না

প্রকাশঃ জানুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৬:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১০ অপরাহ্ণ

selfi-mirorআইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

আসছে সেলফি আয়না। এই আয়নার সামনে হাসি মুখে দাঁড়ালেই এর পেছনে লুকানো ক্যামেরা নিজে থেকেই আপনার ছবি তুলে দিবে।তাই এর নাম দেয়া হয়েছে ‘সেলফি আয়না’।

যারা সেলফি তুলতে ভালোবাসেন তাদের জন্য একেবারে পারফেক্ট ভাবে কাজ করতে সক্ষম এ আয়না। সামনা সামনি দেখতে হুবহু সাধারণ আয়নার মতোই মনে হবে। তবে এর যাবতীয় যন্ত্রপাতি রয়েছে পেছনের বক্সের ভেতরে।

এতে রয়েছে বিল্ট-ইন ক্যামেরা। অনেকটা ওয়েবক্যামের মতোই মুখ শনাক্ত করার জন্য রয়েছে সেন্সর ও সফটওয়্যার। এলইডি লাইট যেটি আপনাকে জানাবে আপনার পজিশন ঠিক আছে কিনা। আয়নার সামনে দাঁড়ালে এটি আপনার মুখকে ফোকাস করে ফটো তোলার জন্য সিগন্যাল দেবে। এমনকি আপনার পজিশন, হাসির পরিমাপ সবই ঠিক করবে এই ‘সেলফি’ আয়না।

ছবি উঠে গেলে এই অভিনব আয়নার মাধ্যমেই সেই ছবি সরাসরি ফেসবুক বা ট্যুইটারে আপলোড করার সুবিধাও থাকছে এ আয়নাতে। তাই সেলফি তুলতে সেলফোন বা ডিএসএলআর আর প্রয়োজন পড়বে না। সেলফি মিরর একাই ছবি তোলা ও সম্পাদনার কাজ করে দিবে আপনাকে।

প্রতিক্ষণ/এডি/মাসুদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G