বাজারে আসছে হীরক খচিত স্মার্টফোন

প্রকাশঃ আগস্ট ১১, ২০১৫ সময়ঃ ৭:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৪ পূর্বাহ্ণ

প্রযুক্তি ডেস্ক

Oppo-Mirrorএবার চীনের মোবাইল ফোন সেট নির্মাতা প্রতিষ্ঠান অপ্পো মিরর ৫ নামে নতুন একটি স্মার্টফোন ছেড়েছে বাজারে।পাতলা এবং স্টাইলিস স্মার্টফোন হিসেবে অপ্পো ইতোমধ্যে সুনাম কুড়িয়েছে।

অপ্পো ৫ মিরর ফোনটি ডায়মন্ড ফিনিশিংয়ে তৈরি। বাইরে থেকে ফোনটি দেখলে মনে হবে কয়েক টুকরো নীল কাঁচের টুকরো বসিয়ে ফোনটি তৈরি করা হয়েছে। এই ফোনে ডায়মন্ডের মতো আলো প্রতিফলিত হয়। ফলে এটিকে হীরক খচিত স্মার্টফোন বললেও ভুল হয় না।

ডুয়েল সিমের এই স্মার্টফোনটির ডিসপ্লে ৫ ইঞ্চির। ডিসপ্লেতে আইপিএস প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ৫৪০x৯৬০পিক্সেল। ফোনটিতে আছে ৬৪ বিটের ১.২ গিগাহার্টজের কোয়ালকম স্ন্যাপড্রাগন কোয়াডকোর প্রসেসর, ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি বিল্টইন মেমোরি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এই ফোনটি অ্যানড্রয়েড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেমের পরিবর্ধিত সংস্করণ কালারওএস২.১ অপারেটিং সিস্টেম চালিত।

অপ্পো মিরর ৫ ফোনটির রিয়ার ক্যামেরায় আছে ৮ মেগাপিক্সেল। সেলফি ক্যামেরায় আছে ৫ মেগাপিক্সেল।

নীল এবং সাদা এই দুই রঙে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। ভারতের বাজারে স্মার্টফোনটির মূল্য ১৫ হাজার ৯৯০ রুপি। বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১৯ হাজার ৪৯৩ রুপি।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G