বাজারে এলো এলজি’র ‘ব্যানানা ফোন’
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
বাজারে আসল এলজি’র ব্যানানা ফোন। দ্বিতীয় প্রজন্মের এই মোবাইল ফোনের নাম ‘এলজি জি ফ্লেক্স ২’। বাঁকানো বৈশিষ্টের কারণে ইতোমধ্যেই এটি ‘ব্যানানা ফোন’ নামে পরিচিতি পেয়েছে।
৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে সম্পন্ন এই ফোনটির বাইরের আবরণ পুরোপুরিই প্লাস্টিকে তৈরি। ফলে এটি অন্যান্য মোবাইল ফোনের চেয়ে অনেকাংশে নমনীয়। এছাড়া ফোনটির পিছনের কভারে ‘সেলফ হিলিং কোটিং’ নামে নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার ফলে আঁচড় পড়লেও সেটি বেশিক্ষণ স্থায়ী হবে না।
অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ৫.০.২ ললিপপে চলা এই ব্যানানা ফোনে রয়েছে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা। আছে ১৩ মেগাপিক্সেল সমৃদ্ধ শক্তিশালী ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ২.১ মেগাপিক্সেলের ক্যামেরা।
ফোনটিতে অত্যাধুনিক স্মার্টফোনের সমস্ত সুযোগ সুবিধাই রয়েছে। ওজন মাত্র ১৫২ গ্রাম। বাংলাদেশি মুদ্রায় এই মোবাইল ফোনটির দাম পড়বে প্রায় ৫৮ হাজার টাকার কাছাকাছি।
প্রতিক্ষণ/এডি/পাভেল