বাজারে আসছে ওয়ালপেপার টিভি
প্রতিক্ষণ ডেস্ক:
ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ( এলজি ) এবার বাজারে নিয়ে আসছে খুবই হালকা একটি টেলিভিশন, যা দেয়ালের সঙ্গে একেবারে মিশে থাকবে। দুই দশমিক ৫৭ মিলিমিটার পুরু এই টিভিতে সব কিছু দেখা যাবে আরও ঝকঝকে, পরিষ্কার। ‘ওএলইডি ডব্লিউ’ সিরিজের নতুন ধরনের এই ‘ওয়ালপেপার’ টিভিতে ব্যবহৃত হয়েছে স্মার্ট টিভি অপারেটিং সিস্টেম।
নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই টিভি এতোটাই হালকা যে, এটি দেয়ালে আটকে থাকবে চুম্বকের আকর্ষণে।
অতিরিক্ত তারের ঝামেলা এড়াতে এতে রয়েছে একটি সিগন্যাল কেবল, যাতে প্রয়োজনীয় সব কানেকটিং পোর্টের সুবিধা পাওয়া যাবে। ওয়াইফাই সুবিধাসংবলিত এই টিভির সব কাজ চলবে তারবিহীন।
৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এক সংবাদ সম্মেলনে ২০১৭ সালের জন্য এলজির নতুন একগুচ্ছ পণ্যের মধ্যে এই টিভিও দেখানো হয়। প্রাথমিকভাবে ৬৫ ও ৭৭ ইঞ্চি টিভি বাজারে ছাড়া হবে। তবে কবে নাগাদ ক্রেতাদের জন্য এটি উন্মুক্ত করা হবে এবং এর দাম কত তা এখনও জানানো হয়নি।
প্রতিক্ষণ/এডি/এস.টি