বাজেটে সংবাদপত্রের সুখবর নেই

প্রকাশঃ জুন ৫, ২০১৫ সময়ঃ ১১:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৯ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

বাজেটে সংবাদপত্রের সুখবর নেই২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সংবাদপত্র শিল্পের জন্য তেমন কোনো সুখবর নেই। বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় এ বিষয়ে কোনো কিছুই বলেননি অর্থমন্ত্রী। এতে হতাশ হয়েছেন সংবাদপত্র-শিল্প সংশ্লিষ্টরা।

নানা কারণে বর্তমানে দেশের সংবাদপত্র শিল্প গভীর সংকটে। আন্তর্জাতিক বাজারে এ শিল্পে ব্যবহৃত প্রধান কাঁচামাল নিউজপ্রিন্টের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। সেই সঙ্গে পাল্পা দিয়ে বাড়ছে অভ্যন্তরীণ বাজারে মুদ্রণ উপকরণের দামও। বর্তমানে সংবাদপত্র শিল্পে আমদানি করা নিউজপ্রিন্টে শুল্ককর মিলে মোট ২২ শতাংশ। উচ্চ হারে শুল্ক আরোপের কারণে এ শিল্প প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না।

এর আগে সংবাদশিল্পের চলমান সংকট মোকাবেলায় নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ও ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করতে অর্থমন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলেন নোয়াব নেতারা। সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট তুলে ধরে জাতীয় রাজস্ব বোর্ডের কাছেও শুল্ক-ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছিল নোয়াব।

এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান বিষয়টি সক্রিয় বিবেচনার আশ্বাস দিয়েছিলেন। সরকারের নীতিনির্ধারক মহল থেকে আশ্বাস দেওয়ার পরও বৃহস্পতিবারের বাজেট ঘোষণায় ভালো খবর এলো না সংবাদপত্র শিল্পের জন্য।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G