বাজেট পোশাক শিল্পবান্ধব নয়
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেছেন সদ্যঘোষিত ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট তৈরি পোশাক শিল্পবান্ধব নয়।
বাজেট ঘোষণার পর বৃহস্পতিবার বিকেলে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হলে উৎপাদন ব্যয় বেড়ে প্রতিযোগিতায় মার খাবে পোশাকশিল্প।
তিনি আরে বলেন, রানা প্লাজা ধসের পর পোশাক খাতের সংস্কার ও উন্নয়নের কাজ করা ইউরোপের ক্রেতা জোট এ্যাকর্ড এবং মার্কিন ক্রেতা জোট এ্যালায়েন্সের অনেক ন্যায্য-অন্যায্য চাপের ফলে কারখানাপ্রতি গড়ে সাড়ে ৫ থেকে ৭ কোটি টাকার মতো অতিরিক্ত বিনিয়োগ করতে হচ্ছে। এর সঙ্গে বছরের শুরুতেই টানা তিন মাসের হরতাল-অবরোধ। যে কারণে মৌসুমে অন্তত ৪০ শতাংশ রফতানি আদেশ কম পেয়েছে বাংলাদেশ। গত তিন মাসের রফতানি আয়ে সেই চিত্রই স্পষ্ট হয়।
এর পরও কর ২৬ শতাংশ বাড়ানো একেবারেই অপ্রত্যাশিত। এ জন্য বিদ্যমান দশমিক ৩ শতাংশ হারে বহাল রাখার দাবি জানান তিনি।