বাণিজ্য মেলার সময় বাড়ল ১০ দিন
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :
বিরোধী দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও রাজনৈতিক সহিংসতার কারনে ব্যবসায়ীদের লোকসান কাটাতে ২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১০ দিন বাড়ানো হয়েছে।
আগামী ১০ ফেব্রুয়ারি ২০১৫ পর্যন্ত এ মেলা চলবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।
এবারের মেলায় ৫০৬টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। মেলা বরাবরের মতো প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে। প্রবেশ মূল্য থাকছে বড়দের জন্য ৩০, আর ছোটদের ২০ টাকা।
মেলায় ভারত, পাকিস্তান, চীন, মালেশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, বৃটেন, জামার্নী, সংযুক্ত আরব আমিরাতসহ মোট ১৫ টি দেশ অংশ নিচ্ছে।
আর পণ্য থাকছে, মেশিনারিজ, কার্পেট, বিউটি পণ্য, কৃষিজাত খাদ্য পণ্য, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, সিরামিকস, কাপড়, মেলামাইন, ইলেকট্রনিকস ইত্যাদি। এছাড়া মেলায় বরাবরের মতো অন্যান্য সব সুযোগ সুবিধা থাকছে। মেলায় থাকবে অনলাইনে কেনাকাটারও সুযোগ।
প্রতিক্ষণ/এডি/রানা