বান কি মুনের চিঠির যে জবাব দিলেন খালেদা
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের চিঠির জবাব দিয়েছে বিএনপি।
চিঠিতে সংকট নিরসনে সংলাপে বসার ইচ্ছা ব্যক্ত করে বিএনপি চেয়ারপারসন এ ব্যাপারে সরকারি দলের নেতিবাচক মন্তব্যের কথাও তুলে ধরেছেন বলে সূত্র জানিয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিঠির জবাবে লিখেছেন, ‘২০ দলীয় জোট মনে করে, সংলাপের মাধ্যমে নতুন নির্বাচনই সংকটের সমাধান করতে পারে।’
বিএনপি সূত্র জানায়, বিএনপির কূটনৈতিক বিষয় দেখভাল করেন দলের জাতীয় স্থায়ী কমিটির এমন এক নেতা খালেদা জিয়ার ওই চিঠি গেল সপ্তাহে পৌঁছে দিয়েছেন।
চিঠিটি বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয়ে পৌঁছে দেওয়ার পর তা নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিবের কার্যালয়ে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
সূত্র জানায়, খালেদা জিয়ার কাছে যে চিঠি এসেছিল তা বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয় থেকেই এসেছিল। তাই সেই চিঠির জবাবও সেখানেই পৌঁছে দেওয়া হয়েছে।
এ ছাড়া বান কি-মুন চিঠি দেওয়ার পর সরকারের তরফ থেকে যে ধরনের বক্তব্য প্রকাশ করা হয়েছে তাও বিএনপির চিঠিতে তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দেওয়ার বিষয়টি প্রকাশ হয় গত ১৭ ফেব্রুয়ারি, যদিও চিঠিটি জাতিসংঘ থেকে এর প্রায় দুই সপ্তাহ আগে পাঠানো হয়। ওই চিঠিতে চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সংলাপে বসার আহবান জানান বান কি-মুন।
প্রতিক্ষণ /এডি/লাকি