নিজস্ব প্রতিবেদক
পহেলা বৈশাখ উপলক্ষ্যে আগামী ৮ই এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘‘ অনেক দামে কেনা ’’ । চার্লি চ্যাপলিনের ‘‘ সিটি লাইট ’’ ( ১৯৩১ ) ছবির গল্প অবলম্বনে নির্মিত জাকির হোসেন রাজু পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় জুটি বাপ্পী-মাহি। ইতিমধ্যেই মাহি ঘোষণা দিয়েছেন, ‘‘বাপ্পীর সঙ্গে এই ছবির পর আপাতত নতুন কোন ছবিতে অভিনয় নয় ’’। ফলে এটিই তাদের শেষ ছবি হিসেবে ধরে নিয়েছেন সবাই।
এদিকে, এই ছবির মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর অভিনেত্রী রেসিকে নিয়ে বড় পর্দায় ফিরছেন ডিপজল। ছবির গল্পে দেখা যাবে, ডিপজল একজন ভালো মানুষ। একাকিত্ব কাটাতে প্রতি রাতে মদ খেয়ে শহরে ঘুরে বেড়ান তিনি। আর দুস্থ মানুষকে সেবা করেন। বাপ্পী তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন। এক সময় বাপ্পীকে নিজের অতীতের কথা খুলে বলেন ডিপজল। ফ্ল্যাশব্যাকে উঠে আসে মাহির সঙ্গে তার ভালোবাসার কথা।
ছবিটি নিয়ে পরিচালক জাকির হোসেন রাজু বলেন,‘‘ বাপ্পী ও মাহির ছবি বরাবরই দর্শকপ্রিয়তা পেয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না। তার উপর গল্পটিও পরীক্ষিত। চ্যাপলিনের এ ছবিটি দেখেননি এমন মানুষ কম আছে। আশা করছি, বাপ্পী-মাহির ( হয়তো ) শেষ ছবিটি ইতিহাস হয়ে থাকবে।’’