বাবাকে শেকলে বেঁধে নির্যাতন
সুনামগঞ্জের ছাতকে ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে শেকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রুক্কা গ্রামের মমস্বর আলীর (৭৫) একমাত্র ছেলে সুহেল মিয়া (৩২)। সুহেল বিভিন্ন কারণে মাঝেমধ্যেই বাবা মমস্বর আলীকে মারধর-নির্যাতন করেন। বৃহস্পতিবার বিকেলে সুহেল মিয়ার পালিত একটি মোরগ তাড়াতে গেল ঢিলের আঘাতে মারা যায়। এতে সুহেল মিয়া তার বৃদ্ধ বাবাকে শিকল দিয়ে বেঁধে মারপিট করে আহত করেন।
স্থানীয় খুরমা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ বলেন, খবর পেয়ে আহত মমস্বর আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আর গ্রামের উপস্থিত সকলের সঙ্গে আলোচনা করে নির্যাতনকারী সুহেল মিয়াকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন জানান, গ্রামবাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিক্ষন/এডি/শাআ