বাবার সন্তান হত্যার স্বীকারোক্তি
নিজস্ব প্রতিবেদক
ঘাতক বাবা ফজলুল হক আদালতে তার নবজাতক সন্তান হত্যার দায় স্বীকার করলেন ।
তিনি সাভারে চাঞ্চল্যকর ২৫ দিনের শিশু আবদুল্লাহ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বুধবার (২৯ জুলাই) দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ।
এর আগে ফজলুল হকের শ্বশুর নুর ইসলাম তার বিরুদ্ধে হত্যা ও মরদেহ গুমের অভিযোগ এনে দণ্ডবিধির ৩০২ ও ২১১ ধারায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সকালে ওই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সাভার মডেল থানার হাজত থেকে তাকে পাঠানো হয় ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে।
দুপুরে ঢাকার প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালতে হাজির করা হয় আসামি ফজলুল হককে। সেখানে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) আসাদুজ্জামান জানান, প্রথমদিকে ফজলু হত্যাকাণ্ডের দায় তার ফুপু শাশুড়ির ওপর চাপানোর চেষ্টা করেন। তবে প্রথমে পুলিশের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় ও পরে আদালতে ১৬৪ ধারায় নিজের দায় স্বীকার করে জবানবন্দি দেওয়ায় মামলাটির দ্রুত বিচারের পথে আরো এক ধাপ এগিয়ে গেলো।
বাক প্রতিবন্ধী স্ত্রীর মতো নবজাতক সন্তানটিও প্রতিবন্ধী হতে পারে এ আশঙ্কায় শিশুটিকে সোমবার (২৭ জুলাই) ফজরের আজানের পর পর মায়ের কোল থেকে ঘুমন্ত শিশুটিকে তুলে হাসপাতালের সাততলা ভবনের ৭১৬ নম্বর কেবিন থেকে ছুঁড়ে ফেলে হত্যা করেন ।
প্রতিক্ষণ / এডি / মেহেদী