বাবুল আক্তারকে “নিয়ে গেছে” পুলিশ

প্রকাশঃ জুন ২৫, ২০১৬ সময়ঃ ১০:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Babul-Akhter-220160605141054

জঙ্গি দমন অভিযানের জন্য আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারকে শুক্রবার দিবাগত রাতে ঢাকার শ্বশুর বাড়ি থেকে চট্টগ্রাম নিয়ে গেছে পুলিশ। এ নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে স্বজনদের মধ্যে। ধারণা করা হচ্ছে, বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় বাবুল আক্তারকে আটক করে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

দাপ্তরিকভাবে কোন পুলিশ কর্মকর্তা বিষয়টি স্বীকার না করলেও পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে এসপি বাবুল আক্তারকে আটকই করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল আক্তারকে শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকার খিলগাঁও মেরাদিয়া এলাকায় শ্বশুর বাড়ি থেকে নিয়ে যায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এরপর তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।

অবশ্য পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, বাবুল আক্তারকে গভীর রাতে শ্বশুর বাড়িতে গাড়ি পাঠিয়ে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ৫ জুন চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড় এলাকায় দুর্বৃত্তরা ছুরিকাঘাত ও গুলি করে মিতুকে হত্যা করে। এই ঘটনায় চট্টগ্রামসহ সারাদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। স্ত্রী হত্যায় বাবুল আক্তার বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G