বার্গার কিং হ্যারি স্প্রেল

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৭ সময়ঃ ৭:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

07আমেরিকার ডেটোনা বিচের বাসিন্দা হ্যারি স্প্রেল। অনেকেই তাকে হাম বার্গার হ্যারিও বলে থাকেন। কারণ, হ্যারি বার্গার খেতে যেমন পছন্দ করেন, তেমনি বার্গারের আদলে তৈরি সব জিনিসপত্র সংগ্রহ করা তার বিরাট এক শখ।

09নিজ বাড়িতে এ পর্যন্ত ৩ হাজারের বেশি বার্গারবিষয়ক উপকরণ জমা করেছেন তিনি। এ ছাড়াও তার সংগ্রহে আরো রয়েছে ৩ হাজার ৫০০ ডলারের চিজবার্গার আকৃতির ওয়াটার বেড, চিজ বার্গার খেলনা ও বার্গার পোস্টার।

মোট ৩ হাজার ৭২৪টি বার্গারবিষয়ক আইটেম সংগ্রহ করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন হ্যারি।

নিজের কালেকশনের মধ্যে তার ব্যক্তিগত পছন্দ হলো হামবার্গার হার্লে মোটরসাইকেল। কারণ এটি নিয়ে যখন তখন বাইরে গিয়ে মানুষকে দেখাতে পারেন তিনি।

আমেরিকার সংস্কৃতিতে বার্গারের প্রভাব অনেক বেশি বলেই এর প্রতি তার অনুরাগ এত গভীর বলে জানিয়েছেন হ্যারি স্প্রেল। এই অনুরাগের আরো বিশাল প্রমাণ দিতে ভবিষ্যতে বার্গারের সব কালেকশন নিয়ে একটি মিউজিয়াম গড়ারও ইচ্ছে রয়েছে তার।

প্রতিক্ষণ/এডি/এস.টি

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G