বার্সা ছাড়ছেন ‘জাভি’

প্রথম প্রকাশঃ মে ২১, ২০১৫ সময়ঃ ৯:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

fcb xrviচলতি বছরের শেষে বার্সেলোনা থেকে বিদায় নিচ্ছেন মিডফিল্ডার জাভি হার্নান্দেজ।

কাতারের ক্লাব আল সাদের সঙ্গে নতুনভাবে চুক্তিবদ্ধ হবেন তিনি। স্প্যানিশ গণমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন জাভি।

১৯৯১ সালে মাত্র ১১ বছর বয়সে বার্সেলোনায় পা রাখা জাভি বেড়ে ওঠেন বার্সেলোনার ‘লা মেসিয়া’য়। ১৯৯৭ সালে জায়গা পান বার্সেলোনার ‘বি’ দলে। কাতালানদের মূল দলে সুযোগ পেতেও বেশিদিন অপেক্ষা করতে হয়নি। পরের বছরই মূল দলে অভিষেক হয় জাভির। তার পর থেকে ধীরে ধীরে নিজেকে পরিণত করে আজ তিনি বার্সার মাঝমাঠের মধ্যমণি।

ফুটবলকে অবশ্য এখনই বিদায় জানাচ্ছেন না ৩৫ বছর বয়সী জাভি। বার্সেলোনায় দীর্ঘ ১৭ বছর কাটানোর পর কাতারে পাড়ি জমাতে যাচ্ছেন স্পেনের ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের অন্যতম নায়ক।

কাতালানদের হয়ে তিনটি চ্যাম্পিয়নস লিগ, আটটি স্প্যানিশ লা লিগা, দুটি কোপা দেল রে শিরোপা জিতেছে জাভির নেতৃত্বেই।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G