বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ইউনিয়ন কচুকাটা

প্রকাশঃ মার্চ ১৫, ২০১৬ সময়ঃ ৮:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪০ অপরাহ্ণ

মহিনুল ইসলাম সুজন (নীলফামারী প্রতিনিধি)

indexনীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে ইউনিয়নটির কচুকাটা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশে বেলুন উড়িয়ে এ ঘোষণা দেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুজিবুর রহমান।

গণসমাবেশের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী এ সময় উপস্হিত সকলকে শপথবাক্য পাঠ করান। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, সদর থানার ওসি শাহজাহান পাশা, কচুকাটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরীসহ ল্যাম্প প্ল্যান আইএম পাওয়ার প্রকল্পের প্রতিনিধি বোরহান ইসলাম।

 

 

#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G