বাসচাপায় মা-মেয়ে সহ নিহত তিন

প্রকাশঃ মার্চ ১২, ২০১৫ সময়ঃ ৭:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৩ অপরাহ্ণ

Road-Accident-520131224132327ঢাকা-বগুড়া মহাসড়কে বাসচাপায় মা-মেয়েসহ সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বগুড়ার শেরপুর উপজেলা ছোনকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামের আয়েন উদ্দিন শেখের স্ত্রী বেহারন বিবি (৭০), তার মেয়ে ছবুরা (৫০) ও সুঘাট গ্রামের আজিজুল হকের ছেলে জেল হোসেন (৪০)।

এছাড়া অটোরিকশার চালক উপজেলার বিশ্বা গ্রামের নজরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম শফি (৩০) ও অপর অজ্ঞাত যাত্রী (৪০) গুরুতর আহত হন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া বাজার থেকে একটি রেজিস্ট্রেশনহীন সিএনজি চালিত অটোরিকশা দুপুরে শেরপুরে আসছিল। পথিমধ্যে ছোনকা এলাকায় মহাসড়কে ওঠার সময় ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই মা বেহারন বিবি (৭০) মারা যায়। এ সময় সিএনজি অটোকশার চালক শরিফুল ইসলাম শফিসহ (৩০) আরও চারজন গুরুতর আহত হন।

পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) নেয়া হলে সেখানে বেহারনের মেয়ে ছবুরা (৫০) ও জেল হোসেন (৪০) মারা যান।

এ ব্যাপারে শেরপুর থানার উপ পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। তবে বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G