বাসা থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার

প্রকাশঃ সেপ্টেম্বর ২৭, ২০১৫ সময়ঃ ১:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৮ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক

lashশনিবার দিবাগত রাতে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে মো. কামরুল হাসান নামের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারপর লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

এর আগে খবর পেয়ে রোববার দুপুরে সেগুনবাগিচায় দুদক অফিসের কাছে ইস্টার্ণ ভিলার ৮ম তলার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে রমনা থানা পুলিশ।

জানা গেছে, কামরুল গুলশান ১ নম্বর এলাকায় হাওয়াই টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। ২০১০ সালের দিকে তাদের বিয়ে হয়। তিনি তার স্ত্রী ডা. মায়মুনা সাঈদকে নিয়ে সেগুনবাগিচার ঐ বাসায় থাকতেন। এখনও তাদের ঘরে কোন সন্তান আসেনি। বেশ কিছু দিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

রমনা থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, ঐ ভবনের লোকজনের দেওয়া খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। এ সময় তার স্ত্রী মিরপুরে নানা বাড়িতে ছিলেন।

এদিকে কামরুলকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। এ ব্যাপারে কামরুলের পিতা আব্দুল আজিজ জানান, তার ছেলে আত্মহত্যা করে নি। তাকে হত্যা করে এখন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।

রমনা থানার এসআই মজিবর রহমান সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, লাশটি উদ্ধারের সময় বাসায় কেউ ছিল না। কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ করা ছিল। গলায় ওড়না পেচানো অবস্থায় মরদেহটি খাটের উপর পড়ে ছিল। ফ্যানের সঙ্গে দীর্ঘক্ষণ ঝুলে থাকার পর মরদেহ বিছানায় পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।

তিনি জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G