বাসে পেট্রোল বোমা,চিকৎিসাধীন আরেক জনের মৃত্যু

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৫ সময়ঃ ৬:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

burn_sm_670683469কুমিল্লার চৌদ্দগ্রামে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের বাসে (ঢাকা মেট্রো-ব ১৪- ৪০৪৮) হরতাল-অবরোধকারীদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা আরেক জনের মৃত্যু হয়েছে। তার নাম রাশেদুল ইসলাম (২৫)। শরীরে ৮০ শতাংশ বার্ন নিয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে।

 বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

জানা যায়, তার বাবার নাম মৃত সৈয়দ আহমেদ। তার বাড়ি কক্সবাজার চকরিয়া বড়ইতলা গ্রামে। তার স্ত্রীর নাম সুমি। তাদের দুই ছেলের সন্তান রয়েছে। রাশেদুল ইসলামের কাতার যাওয়ার কথা ছিল। এ জন্য তিনি ঢাকায় আসছিলেন।ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউ প্রধান শাহ আলম ভূইয়া  প্রতিক্ষনকে  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

প্রতিক্ষণ/এডি/ইরফান

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G