বাস্তবের সোহেল রানা চলচ্চিত্রে

প্রথম প্রকাশঃ মে ২৬, ২০১৫ সময়ঃ ১০:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২২ অপরাহ্ণ

sohel ranaসাধারণত পর্দার নায়কের সাথে বাস্তবের তেমন কোনো মিল থাকে না। তবে মাঝে মাঝে মিলে যায়। এবার এমনটাই ঘটছে সোহেল রানার ক্ষেত্রে।

এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালবাসবো তোমায়’ চলচ্চিত্রে নিজের চরিত্রে অভিনয় করলেন ড্যাশিং হিরো সোহেল রানা। এর আগে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’তে নিজের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এ ছবিতে সোহেল রানা চলচ্চিত্রের নায়ক সোহেল রানা হয়েই পর্দায় আসবেন। মেকআপ নেবেন, শুটিং করবেন। মেকআপরুমে শাকিব খানের সঙ্গে গল্প করবেন, আড্ডা মারবেন। এখান থেকেই গল্প মোড় নেবে নতুন মাত্রায়। এছাড়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ ছবিতে নিজের চরিত্রে অভিনয় করেছিলেন ববিতা। সেখানেও সোহেল রানা ও ববিতা চলচ্চিত্রের নায়ক-নায়িকা ছিলেন।

খোরশেদ আলম খসরু পরিচালিত টিওটি ফিল্মের ‘আরো ভালবাসবো তোমায়’ চলচ্চিত্রে আরও অভিনয় করছেন শাকিব খান, পরী মনি, চম্পা এবং একটি বিশেষ চরিত্রে ববি।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G